স্টাফ রিপোর্টার:
নাশকতার মামলায় খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আশিকুর রহমান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা জানান, ২০২২ সালের ৪ ডিসেম্বর নাশকতা সৃষ্টির অভিযোগে নগরীর সোনাডাঙ্গা ও হরিণটানা থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। ওই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিন শেষে তারা মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় জামিন আবেদন করা হলে বিচারক ওই ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী গোলাম মাওলা বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে সোনাডাঙ্গা থানায় দায়ের করা মামলায় থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, বিএনপি নেতা মেহেদী হাসান সোহাগ ও শেখ হেদায়েত হোসেন হেদুকে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী চৌধুরী আব্দুস সবুর জানান, হরিণটানা থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা সাবু মোল্লাসহ ১১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩