বিনোদন ডেস্ক:
সালমান খান বরাবরই বলিউডের অন্যান্য তারকাদের থেকে অনন্য। ভক্তের জন্য ভাইজান তিনি। এবার ক্যানসারজয়ী খুদে ভক্তকে দেওয়া কথা রাখলেন বলিউডের সুপারস্টার। অনেকের মনে প্রশ্ন—কী করেছেন ভাইজান?
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০১৮ সালে প্রথম সাক্ষাৎ জগনবীরের সঙ্গে। তখন সে চার বছরের খুদে। ক্যানসারে আক্রান্ত সেই খুদের সঙ্গে যখন সালমান দেখা করেছিলেন, তখন ব্রেন টিউমারের জন্য সে দৃষ্টি হারিয়ে ফেলেছে। তার শুধু একটাই বায়না ছিল। প্রিয় সুপারস্টারের সঙ্গে দেখা করবে।
এক ভিডিও বার্তায় সেকথা জানতে পেরেই মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার হাসপাতালে হাজির হন ভাইজান। খুদে ভক্ত দৃষ্টিশক্তি হারালেও সালমানের চেহারায় হাত রেখে এবং তাঁর ব্রেসলেট ছুঁয়ে চিনতে পারে তাঁকে। সেই প্রথম দেখা। সেবার দেখা করে সালমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্যানসারকে জয় করো আমি আবার তোমার সঙ্গে দেখা করতে আসব।
এদিকে সেই খুদে ভক্তকে মনের জোরও জুগিয়েছিলেন ভাইজান। তা বিফলে যায়নি। ৯টা কেমোথেরাপির পর ক্যানসারকে জয় করেছে খুদে জগনবীর। তার বয়স এখন ৯ বছর। দৃষ্টিশক্তিও ৯৯ শতাংশ ফিরে পেয়েছে। বছর খানেক আগে সেই জগনবীরকে দেওয়া কথাই রাখলেন ভাইজান। সম্প্রতি নিজের বান্দ্রার বাড়িতে সেই খুদে ভক্তর সঙ্গে দেখা করে সময় কাটান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩