Social Bar
কোম্পানীগঞ্জ সংবাদদাতা:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে এসে দুই কেন্দ্রে দুজন আটক হয়েছেন। এর মধ্যে একজন কোম্পানীগঞ্জ থানাসদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও অপরজন উপজেলার পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটক হন।
আটক দুজনের মধ্যে একজন তরুণ ও একজন তরুণী।
জানা গেছে, মঙ্গলবার (২১ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানাসদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জামিল হোসেন নামের এক তরুণ আটক হয়েছেন। তিনি তার বড় ভাই কামরান হোসেনের (২৪) ভোট দিতে এসেছিলেন। জামিল উপজেলার বুড়দেও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার নাহিদ হাসনাইন।
তিনি জানান, জামিল তার বড় ভাইয়ের ভোট দিতে আসলে পোলিং এজেন্টরা তাকে চিনতে পারেন এবং দায়িত্বরত প্রিসাইডিং অফিসারকে অবহিত করেন। এসময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপরদিকে, উপজেলার পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে সোনিয়া বেগম (২০) নামের এক তরুণী আটক হয়েছেন। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইটিং অফিসার।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩