কোপা দেল রে: আলবাসেতের কাছে হেরে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৫ জানু ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ


কোপা দেল রে: আলবাসেতের কাছে হেরে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ

স্টাফ রিপোর্টার:
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে নাটকীয় লড়াইয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় করেছে দ্বিতীয় বিভাগের ক্লাব আলবাসেতে। বদলি খেলোয়াড় জেফতে বেতানকোর দুটি গোলেই এই বড় অঘটনের জন্ম দেয় স্বাগতিকরা। একই সঙ্গে কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার অভিষেক ম্যাচেই হতাশায় ডুবেছে রিয়াল।

বুধবার (১৪ জানুয়ারি) আলবাসেতের কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে কুয়াশাচ্ছন্ন রাতে প্রায় ১৭ হাজার দর্শকের উপস্থিতিতে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। সপ্তাহের শুরুতেই কোচ জাবি আলোনসোকে বরখাস্ত করার পর রিয়ালের দায়িত্ব পাওয়া সাবেক ডিফেন্ডার আরবেলোয়া এই ম্যাচে মূলত দ্বিতীয় সারির দল নামান। ফলে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলায় আধিপত্য বিস্তার করতে ব্যর্থ হয় তারা। মাঠের বড় অংশে ঘন কুয়াশা ম্যাচের নাটকীয়তা আরও বাড়িয়ে তোলে।

এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও রদ্রিগোর মতো তারকারা ছিলেন না। পাশাপাশি থিবো কোর্তোয়া ও অরেলিয়েন চুয়ামেনিও দলে অনুপস্থিত ছিলেন। আরবেলোয়া রিজার্ভ দল কাস্তিয়া থেকে ডানপ্রান্তের ডিফেন্ডার দাভিদ হিমেনেস ও মিডফিল্ডার হোর্হে সেস্তেরোকে সুযোগ দেন এবং আক্রমণের মূল ভরসা হিসেবে ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে নামান।

ম্যাচ শুরুর আগেই বিতর্কের জন্ম দেয় স্টেডিয়ামের বাইরে কিছু সমর্থকের বর্ণবাদী স্লোগান, যার লক্ষ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। খেলা চলাকালেও ব্রাজিলিয়ান তারকাকে বারবার দুয়ো ধ্বনি শুনতে হয়। আলবাসেতে একাধিক খেলোয়াড় দিয়ে তাকে ঘিরে রাখায় তিনি খেলায় তেমন প্রভাব ফেলতে পারেননি।

শেষ পর্যন্ত বেতানকোর জোড়া গোলেই ইতিহাস গড়ে আলবাসেতে। এই জয়ে কোপা দেল রে থেকে বিদায় নিতে হলো ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে।

এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার