কুলাউড়ায় স্কুলশিক্ষকের বাড়ি ভষ্মিভূত

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ ডিসে ২০২৪, ০৪:০৯ অপরাহ্ণ


কুলাউড়ায় স্কুলশিক্ষকের বাড়ি ভষ্মিভূত

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিংগুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিহিত রঞ্জন দেবের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২ ডিসেম্বর দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক বিহিত রঞ্জন দেব জানান, ঘটনার দিন কুলাউড়া শহরে তার নিজস্ব বাসায় তিনি অবস্থান করছিলেন। ছেলে-মেয়েরা সরকারি চাকুরি ও বিদেশে থাকায় বাড়িতে তার বৌদি ইছলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবা রানী কর একা বসবাস করেন।

প্রতিদিনের মতো ওইদিন ঘর তালাবদ্ধ করে তিনি স্কুলে গেলে বেলা পৌনে ৩টার দিকে তার বাড়ির আশপাশের লোকজন তার বদ্ধঘরে আগুনের ধোঁয়া দেখতে পায়। ঘরের বাড়ির বাইরের গেট তালাবদ্ধ থাকায় লোকজন ভিতরে ঢুকতে না পেরে কুলাউড়া ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই গৃহকর্তার আধাপাকা বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি নিয়ে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। এসবে কান না দেওয়ার জন্য প্রধান শিক্ষক বিহিত রঞ্জন দেব সবাইকে অনুরোধ করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম আহমদ জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দল ঘটনস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় পাশের আরেকটি ঘর রক্ষা পায়। ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার