Social Bar
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলায় নাশকতার মামলায় জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল বাতেন (৪৮), মো. জাহিদুল ইসলাম (৪০), আবুল হোসেন (৪০), মোস্তাফিজার রহমান (৪৮) ও মো. বদিউজ্জামান (৪৫)
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর কুড়িগ্রাম সদর থানাধীন ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজারের উত্তর পাশে মেসার্স আর আর ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের এজাহার নামীয় ২০ জন এবং অজ্ঞাতপরিচয় ২০০-২৫০ জন লাঠি ও দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল স্লোগান দিয়ে বেআইনিভাবে রাস্তা অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা বিনা উসকানিতে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশ সদস্য আহত হওয়াসহ তাদের গাড়ির ক্ষতি হয়।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আর অভিযুক্ত আরও ৫ জনকে সোমবার গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৫ কর্মীকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩