কিশোরী উদ্ধার গ্রেপ্তার নয়ন
১৪ ডিসে ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
অবশেষে নয়ন দেবনাথকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-৯। রবিবার (১৪ ডিসেম্বও, শনিবার দিবাগত) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর বাজার মুন্সি টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ন দেবনাথ মাধবপুর থানার শ্যামলীপাড়ার অনিল দেবনাথের ছেলে।
তিনি মাধবপুর থানায় গত ২২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি অপহরণ মামলার (নং ৫০/৫১৫) প্রধান আসামী বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
তারা জানায়, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব পৌর এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে প্রেম-নিবেদন করতেন। ব্যর্থ হয়ে তাকে রাস্তাঘাটে বিরক্ত করতেন। বিষযটি তার পরিবারের সদস্যদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেন নি।
তারই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে তিনি ওই কিশোরীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। স্কুলের অন্যান্য শিক্ষার্থীরাও বিষয়টি দেখে চিৎকার চেঁচামেচি করেন। মেয়েটিকে শ্যামলীপাড়ার একটি বাসায় আটকে রেখেছে তার পরিবারের সদস্যরা জানতে পারেন। তারা গোপনে অনুসন্ধান করে একটি বাসায় মেয়েটিকে দেখতে পান। তারা তাকে উদ্ধারের চেষ্টা করলে নয়ন দেবনাথ ও তার লোকজন তাকে হত্যার হুমকি দেন। মেয়েটির পরিবারের সদস্যরা ধারনা করেন তাকে ধর্ষণ করতে পারে নয়ন। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং প্রধান আসামীকে গ্রেপ্তার এবং কিশোরী তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়।
তাদের দু’জনকেই মাধবপুর থানায় হস্তান্তরের বিষযটি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এই সংবাদটি পড়া হয়েছে : 996 বার