কিশোরীকে তুলে কবরস্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

Daily Ajker Sylhet

admin

০৯ অক্টো ২০২৫, ০১:০৪ অপরাহ্ণ


শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. গোলাপ রহমান (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার। এর আগে বুধবার সন্ধ্যায় ওই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বাড়ির পাশে দোকানে যাচ্ছিল। এ সময় তাকে তুলে নিয়ে একটি পারিবারিক কবরস্থানে ধর্ষণ করেন গোলাপ রহমান। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গোলাপ রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার।

চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, ভুক্তভোগী কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত চলছে। অভিযুক্ত গোলাপ রহমানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার