খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত সুমাইয়া আকতার মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার মো. আব্দুর রহমান জামালের মেয়ে।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিল সুমাইয়া। এসময় তার দুলাভাই মো. সাগর তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় কোপে তার হাত ও কান কেটে যায়। এছাড়া শরীর থেকে একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রচুর রক্তক্ষরণে সুমাইয়া ঘটনাস্থলেই মারা যায়। এসময় প্রতিবেশীসহ আমবাগান এলাকার দোকানে থাকা লোকজন ছুটে এলে ঘাতক পালিয়ে যায়।
মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, ঘটনাস্থলের পাশ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩