Social Bar
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুর (৩৯) নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।
শুক্কুর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে। কারাগারে তার কয়েদি নম্বর ৩৯৮০/এ।
তার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। ওই মামলায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুষ্টিয়ার রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন।
কিন্তু রাষ্ট্রপতি আসামির প্রাণ ভিক্ষার আবেদন নামঞ্জুর করায় সব আইনি প্রক্রিয়া শেষে জেল কোড অনুসারে রোববার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।
সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ফাঁসি কার্যকরকালে গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
ফাঁসি কার্যকর করার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩