কাল থেকে আপিল বিভাগে প্রবেশে বিচারপ্রার্থীদের লাগবে ডিজিটাল পাস
৩১ জানু ২০২৩, ০৫:৪০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সুপ্রিম কোর্টের নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগে প্রবেশে আগামীকাল বুধবার থেকে আগ্রহী বিচারপ্রার্থী ব্যক্তিদের ডিজিটাল পাস ব্যবহার করতে হবে।
আজ মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস ও এজলাস–সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন না। কাল থেকে এই আদেশ কার্যকর।
আপিল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচারপ্রার্থী ব্যক্তিদের এই লিংক বা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘Entry Pass’ মেন্যু ব্যবহার করে ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহ করতে হবে।
এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সোনালী ব্যাংক, সুপ্রিম কোর্ট শাখাসংলগ্ন হেল্প ডেস্কে প্রতি কার্যদিবসে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিচারপ্রার্থীগণ ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবেন।
ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহের বিষয়ে সহযোগিতা গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্রের কপি ও একটি মুঠোফোন নম্বর সরবরাহ করতে হবে।
এর আগে ২৫ জানুয়ারি আপিল বিভাগে প্রবেশে আগ্রহী বিচারপ্রার্থী ব্যক্তিদের ডিজিটাল পাস ব্যবহার করতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করে আপিল বিভাগ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার