Social Bar
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কালিঘাট রোড এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় জিরা উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কালিঘাট এলাকায় চেকপোস্টের সময় এ অভিযান চালানো হয়।
পুলিশ বলছে, চেকপোস্টে একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করার সময় গাড়িতে থাকা ৪৫ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১ হাজার ৩৫০ কেজি জিরার আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গাড়িটিও বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
অভিযানে আটককৃতরা হচ্ছেন, কোতোয়ালী থানার আম্বরখানা বড়বাজার এলাকার লাকির আহমেদের ছেলে রাফি আহমেদ (২০) এবং সুনামগঞ্জের শাল্লা থানার হবিবপুর এলাকার মৃত শ্রীকান্ত চন্দ্র সরকারের ছেলে রয়েল চন্দ্র সরকার (২৭)।
পুলিশের দাবি, ভারতীয় জিরা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে উপস্থাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩