কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তি খুন হয়েছেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়। গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে স্থানীয় সাতবাক ইউনিয়নের লুপারমুক বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সালিক আহমদ (৪৮) পূর্ব লক্ষীপাশা ইউনিয়নের মনিপুর গ্রামের আজিজুর রহমান ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লুপারমুক বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন সালিক আহমদ। সুরমা নদীর পাশে আসা মাত্র আগে থেকে উৎ পেতে থাকা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সালিককে কুপিয়ে খুন করে। পরে তার লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, সালিক আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকান্ডের কারণ সম্পর্কে ওসি বলেন, শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩