Social Bar
স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাট সীমান্তে গলা কাটা অবস্থায় এক কিশোরের লাশ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) লাশটি বিজিবির মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দেয় বিএসএফ।
লাশটি কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে মাসুমের (১৫)।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোর মাসুমের মামা জহির উদ্দিন জানান, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত সীমান্তবর্তী বাদশা বাজারে ছিল মাসুম। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুমের লাশ ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে আছে বলে এলাকায় গুঞ্জন রটে। খবর পেয়ে বিষয়টি বিজিবিকে জানানো হয়। বিজিবির মাধ্যমে অবগত হয়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ শুক্রবার লাশটি উদ্ধার করে ফেরত দেয়। তবে মাসুম নিখোঁজ হল কিভাবে, কারা তাকে খুন করল এ সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩