কমলগঞ্জে চা শ্রমিকের লা শ উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ জুলা ২০২৫, ০৫:০৪ অপরাহ্ণ


কমলগঞ্জে চা শ্রমিকের লা শ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজরের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে লেক থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় জানা যায়, বদু বাউরির ছেলে পিনু বাউরি (২৪) আগের দিন নাস্তা করে বাড়ি হতে বাহির হয়। পরে সারাদিন মায়ে ছেলেকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। পরে সকালে চা শ্রমিকরা লেকের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিক মানসিকবাবে ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার