কক্সবাজার প্রতিনিধি:
ক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) রাতে পালংখালীর জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমদ ১৫ নম্বর ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেন।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কালো মুখোশ পরে একদল সন্ত্রাসী ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। টের পেয়ে রশিদ আহমদ পালানোর সময় তাকে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তার স্ত্রী ও প্রতিবেশীদের চিৎকারে ক্যাম্পের ভলান্টিয়াররা তাকে উদ্ধার করে ক্যাম্প ১৫ এর এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩