ওসমান হাদির উপর হামলায় উদ্বেগ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের
১৩ ডিসে ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনায় তীব্র উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
বিবৃতিতে বলেন, সরকারের নীতি নির্ধারক ও এক শ্রেণির জাতীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ জোর দিয়ে বলেছিলেন, নির্বাচনের তফশীল ঘোষণার পর আইন-শৃঙ্খলার উন্নতি হবে। গত ১২ ডিসেম্বর শুক্রবার রাজধানীতে দিনদুপুরে জুলাই সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই ঘটনায় প্রমাণ করে আইন-শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়।
৫ আগস্ট গণঅভুত্থান হওয়ার পর বিগ্রেডিয়ার শাখাওয়াত হোসেন-কে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যারা সরিয়ে দিয়েছেন তারাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় এড়াতে পারেন না।
এইচআরএসএস নামক একটি সংস্থা’র তথ্য অনুযায়ী চলতি বছরে ১০ মাসে অন্তত ৭৫৬টি রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে। ১১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০৯২ জন। আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়াণতা, সমাবেশে ঘিরে সহিসংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজী ও বিভিন্ন স্থাপনা দখলের কারণে অধিকাংশ সহিসংসতার ঘটনা ঘটছে। মোটকথা এই স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা উন্নয়নে চরম ব্যর্থ, দ্রুত তাকে অপসারণ করা প্রয়োজন।
নেতৃবৃন্দ বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেন এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার