ওসমানী হাসপাতাল থেকে যুবক নি খোঁ জ
১৫ জানু ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক ভারসাম্যহীন মাহমুদুল হাসান রাশেদ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি জকিগঞ্জ বারহালের খিলগ্রাম ৪০ ঘর গ্রামের হাফিজ আব্দুস শহিদের ছেলে।
ভাতিজাকে খোঁজে না পেয়ে গত ১৪ জানুয়ারি মহানগর কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেন রাশেদের চাচা আব্দুল মুনিম।
জানা যায়, গত ১৪ জানুয়ারি ১১টা ৪০ মিনিটে ওসমানী হাসপাতাল থেকে নিখোঁজ হন রাশেদ। হাসপাতালের ৪র্থ তলায় লিফটে নিয়ে যাওয়ার সময় তিনি সবার অগোচরে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুজির পরেও তার কোন সন্ধান মিলেনি।
জিডিতে উল্লেখ করা হয়, তার গায়ের রং শ্যমলা। পরনে ছিলো খয়েরি রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট। যদি কেউ তার সন্ধান পান তাহলে ০১৭১৪- ৯৮০ ৮৪৬ মোবাইল নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার চাচা আব্দুল মুনিম।
এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার