ওসমানীনগর সড়কে প্রাণ হারালেন বৃদ্ধ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৭ মে ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ


ওসমানীনগর সড়কে প্রাণ হারালেন বৃদ্ধ

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ হারালেন আরাজ মিয়া (৫৬) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের মৃত মনাফ উল্লাহর ছেলে।

শনিবার রাত সাড়ে সাতটার দিকে ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কের ফকিরাবাদ সাকিনস্থ হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা একটা গাড়ীর ধাক্কায় আরাজ মিয়া নামের এক পথচারী গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে থানা পুলিশসহ শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার