ওবায়দুল কাদেরের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভা বৃহস্পতিবার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৬ জুলা ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ


ওবায়দুল কাদেরের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভা বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ জুলাই) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জনাব আমির হোসেন আমু এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার