Social Bar
হবিগঞ্জ প্রতিনিধি:
চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ এগিয়ে রয়েছে মেয়েরা। আর পাশের হারে এগিয়ে রয়েছে ছেলেরা। এবার হবিগঞ্জ জেলা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহন করে ২০ হাজার ৩শত ৬১ জন শিক্ষার্থী।
অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ১শ ৯৮ জন মেয়ে এবং ৮ হাজার ১শ ৬৩ জন ছেলে। এর মধ্যে পাশ করছে ১৪ হাজার ৬শত ৭০ জন শিক্ষার্থী। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুউল্ল্যাহ।
তিনি বলেন, এবার জেলায় মোট জিপিএ-৫ এসেছে ৯৩৬টি। যার মধ্যে ৪৯৩টি পেয়েছে মেয়েরা আর ৪৪৩টি পেয়েছে ছেলেরা। জেলায় মোট পাশের হার ৭২.০৫%। পাশের হারের দিক দিয়ে ৭২.৮২% নিয়ে এগিয়ে রয়েছে ছেলেরা। আর মেয়েরা পাশ করেছে ৭১.৫৪%। শিক্ষা কর্মকর্তা বলেন, আমাদের ছেলে মেয়েরা যাতে করে আরো ভাল রেজাল্ট করে সে জন্য শিক্ষার্থীসহ অভিভাবকদের আরো সচেতন হতে হবে। মন দিতে হবে পড়াশোনার প্রতি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩