এসএসসি : হবিগঞ্জে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা, পাশের হারে ছেলেরা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১২ মে ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ণ


এসএসসি : হবিগঞ্জে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা, পাশের হারে ছেলেরা

হবিগঞ্জ প্রতিনিধি:
চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ এগিয়ে রয়েছে মেয়েরা। আর পাশের হারে এগিয়ে রয়েছে ছেলেরা। এবার হবিগঞ্জ জেলা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহন করে ২০ হাজার ৩শত ৬১ জন শিক্ষার্থী।

অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ১শ ৯৮ জন মেয়ে এবং ৮ হাজার ১শ ৬৩ জন ছেলে। এর মধ্যে পাশ করছে ১৪ হাজার ৬শত ৭০ জন শিক্ষার্থী। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুউল্ল্যাহ।

তিনি বলেন, এবার জেলায় মোট জিপিএ-৫ এসেছে ৯৩৬টি। যার মধ্যে ৪৯৩টি পেয়েছে মেয়েরা আর ৪৪৩টি পেয়েছে ছেলেরা। জেলায় মোট পাশের হার ৭২.০৫%। পাশের হারের দিক দিয়ে ৭২.৮২% নিয়ে এগিয়ে রয়েছে ছেলেরা। আর মেয়েরা পাশ করেছে ৭১.৫৪%। শিক্ষা কর্মকর্তা বলেন, আমাদের ছেলে মেয়েরা যাতে করে আরো ভাল রেজাল্ট করে সে জন্য শিক্ষার্থীসহ অভিভাবকদের আরো সচেতন হতে হবে। মন দিতে হবে পড়াশোনার প্রতি।

এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার