খেলা ডেস্ক:
চোটে পড়ে কিলিয়ান এমবাপ্পের চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার খবর পুরোনো। পিএসজির জন্য নতুন দুশ্চিন্তা, বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এবার লিওনেল মেসিকেও না পাওয়ার শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোট নাকি ছিটকে দিচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে। মেসির চোটে পড়ার খবর দিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ।
পরশু রাতে মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। সেই ম্যাচে বিদায়ের হতাশা আরও বাড়ে মেসি চোটে পড়ায়। লেকিপ বলছে, মেসির চোট এতটাই গুরুতর যে হয়তো বায়ার্নের বিপক্ষে ম্যাচ থেকে তিনি ছিটকে যেতে পারেন।
বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য লিগ ‘আ’তে মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। সেই ম্যাচে এরই মধ্যে মেসির ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছে লেকিপ। তবে মোনাকোর বিপক্ষে পাওয়া না গেলেও পিএসজি আশা করছে, বায়ার্ন ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরবেন মেসি।
এমবাপ্পেকে হারিয়ে এমনিতেই আগে থেকে চাপে আছে পিএসজি। এর সঙ্গে যুক্ত হয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের হতাশা। এখন মেসিকেও হারাতে হলে সেটি নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের আশায় থাকা পিএসজির জন্য বড় ধাক্কা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩