Social Bar
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের নির্দেশনার পর এবার কঠোর হুশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। আদেশটি সরকারি আদেশ বলে গণ্য হওয়ার পাশাপাশি আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার (৭ ডিসেম্বর) ০৫..৪৬.৯১০০.০১৪.০৬.০০৪.২২. স্মারকে এই আদেশ দেয়া হয়।
জেলা প্রশাসকের আদেশে উল্লেখ করা হয়, সিলেট শহরর শান্তি-শৃঙ্খলা বজার রাখা, বিদ্যুৎ এর লোডশেডিং কমানো, ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, মাদকাসক্তি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকান্ড হ্রাসের লক্ষ্যে হাসপাতাল, ফার্মেসী, আবাসিক হোটেল, খাবার রেস্তোরাঁ ও মিষ্টির দোকান ব্যতীত সকাল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এরআগে গত ১ ডিসেম্বর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক এ সিদ্ধান্ত হয় সিলেটে রাত সাড়ে ৯টার মধ্যে হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যতীত সকল বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। যা আগামী ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে এসএমপি প্রেরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া যেসব মার্কেট ও শপিং মলের নকশায় পার্কিং সুবিধা রাখা থাকলেও তা দখল করে দোকান বা অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছে— এসব অবৈধ স্থাপনা ৩১ ডিসেম্বরের মধ্যে অপসারণ করে নির্ধারিত পার্কিং এলাকা উন্মুক্ত রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩