স্টাফ রিপোর্টার:
উৎপাদন খাতে আরও বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড। এ সময় মন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে এ আমন্ত্রণ জানান।
পররাষ্ট্রমন্ত্রী নাতালির বাংলাদেশে সফলভাবে মেয়াদপূর্তির জন্য অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বাংলাদেশ এবং সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও প্রসারিত করার জন্য রাষ্ট্রদূতের প্রচেষ্টার প্রশংসা করেন।
ড. মোমেন বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার বিষয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা স্মরণ করেন এবং দুই দেশের পররাষ্ট্রনীতির যে মিল রয়েছে, তা তুলে ধরেন।
সুইস রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে সুইজারল্যান্ডের পাশে থাকার মতামত ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৩-২৪ সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে সুইজারল্যান্ড বিশ্ব শান্তি ও নিরাপত্তায় আরও অবদান রাখবে। তিনি রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩