উত্তরায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই
২০ ফেব্রু ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ


থানা প্রতিনিধি:
রাজধানীর উত্তরা চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক ফেসবুক পোস্টে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন এক নারী ভুক্তভোগী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় একটি বাসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর মতে, সকাল ৮টার দিকে তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে রিকশায় যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তার কথা চিন্তা করে পাবলিক বাসে ওঠেন। কিন্তু বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পালটে যায়।
ভুক্তভোগী আরও লিখেন, বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ার পর আরও ৫-৬ জন যুবক সাধারণ যাত্রীর মতো বাসে ওঠেন। এরপর হঠাৎ তারা ছুরি বের করে চিৎকার করে বলে, সবাই চুপ, যা আছে বের করে দে। মুহূর্তের মধ্যেই তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ওয়ালেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরিকাঘাতও করে। মাত্র দুই মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা তাদের কাজ সেরে দ্রুত বাস থেকে নেমে যায়।
এ ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে হতবাক হয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘বাসটি হাউজ বিল্ডিং থেকে আজমপুর বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই ছিনতাইকারীরা বেশ কয়েকজনের মোবাইল, ওয়ালেট ও ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত নেমে পড়েন। তাদের মধ্যে তিনজনের কাছে ছুরি ছিল।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি মো. শামিম আহমেদ বলেন, এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি এবং তদন্ত শুরু করে অতিদ্রুত অভিজান পরিচালনা করবো।
এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার