Social Bar
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে বাদশা মিয়া (৩৮) নামে এক রোহিঙ্গাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উখিয়া জামতলী ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত বাদশা উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা সিরাজুল মিয়ার ছেলে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
ওসি বলেন, অজ্ঞাতনামা ৪/৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী ঘর থেকে ডেকে প্রথমে মারধর করে। পরে রোহিঙ্গাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এমএসএফ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩