অনলাইন ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এছাড়া আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, মন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি ও তার প্রথম উপমন্ত্রীসহ রাজ্য সচিবও মারা যান। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ একটি জ্বলন্ত ভবনের বাইরে পড়ে রয়েছে।
বিবিসি বলছে, কিন্ডারগার্টেনের খুব কাছে আগুন ধরে যায়। পরে শিশু ও কর্মীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করে।
দেশটির জাতীয় পুলিশের প্রধান ইগোর ক্লিমেনকো বলেন, এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শীর্ষ কর্মকর্তারা আছেন। এদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিস্কি আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর ঘটনাস্থল থেকে কান্নার শব্দ শোনা যায়। কিয়েভের প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ব্রোভারি শহরে ঘটেছে এ দুর্ঘটনা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩