আম্বরখানা থেকে তিনজনকে ধরলো র‌্যাব

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ মার্চ ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ


আম্বরখানা থেকে তিনজনকে ধরলো র‌্যাব

স্টাফ রিপোর্টার:
সিলেটে ফেনসিডিলের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার তাদেরকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় নগরীর আম্বরখানা পূর্ব দরগাগেইট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর হাটের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আবদুল মোনাফের ছেলে টিপু আহমদ (৪২) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।

তাদের কাছ থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার