আম্বরখানায় হোটেল তল্লাশি করেও ধরা গেল না আ.লীগ নেতাকে
২০ মার্চ ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:
সিলেটের একটি হোটেলে আওয়ামী লীগ নেতার অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে সেখান থেকে পালিয়ে গেছেন তিনি। ফলে হোটেলে তল্লাসী চালিয়েও পুলিশ তাকে ধরতে পারেনি।
জানা যায়, বুধবার দুপুর আম্বরখানা এলাকার ক্রিস্টাল রোজ হোটেলে আজাদ হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার অবস্থানের বিষয়টি জানাজানি হয়। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থল বন্দর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক। খবর পেয়ে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। তল্লাসী চালায় পুরো হোটেলে।
কিন্তু পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, আওয়ামী লীগের এক নেতার অবস্থানের খবর পেয়ে ওই হোটেলে পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু তিনি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারে অভিযান চলছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার