আমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও নেই: কঙ্গনা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ সেপ্টে ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ


আমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও নেই: কঙ্গনা

বিনোদন ডেস্ক:
কোন কাজটা ঠিক আর কোনটা ভুল— এ নিয়ে অন্য কারও থেকে কোনো রকমের মন্তব্য শুনতে রাজি নন বলে স্পষ্ট জানান বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

অভিনেত্রী বলেন, আমি নিজের জীবনের সঙ্গে কী করব, কেউ তা বলে দেবে না। হ্যাঁ, আমার মা আমাকে নিয়ে চিন্তা করেন ঠিকই। কোনো বিপদের আঁচ পেলেই মা আমাকে নিয়ে চিন্তা করেন। কিন্তু আমার বাবা স্পষ্ট বলে দেন— তুই রাজপুত, তুই নিজের সঙ্গে বন্দুক রাখ। আমি তোকে লাইসেন্স বানিয়ে দিচ্ছি। নিজের কাছে একটা বন্দুক রাখা উচিত তোর।

হাসতে হাসতে কঙ্গনা আরও বলেন, আমি তো বাবাকে বলে দিয়েছি— ভুলেও আমার হাতে বন্দুক তুলে দিও না। আমাকে আসলে কেউ কিছু বলারই সাহস পায় না।

এদিকে কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে রাজনীতির সফর শুরু হয়েছে কঙ্গনা রানাউতের। তবে বিতর্কের কারণে শিরোনামে আসা তার কাছে নতুন কিছু নয়। এ জন্য তাকে ঠোঁটকাটা অভিনেত্রী বলা হয়ে থাকে। বিটাউনেও নানা মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন তিনি। পরিণতির কথা না ভেবেই একাধিকবার নানা মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা। নিজেই স্বীকার করেছেন, তাকে নিয়ন্ত্রণ করতে পারে— এমন ক্ষমতা কারও নেই।

একটি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, কেউ আমাকে কখনো কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না। এ অধিকার আমি কাউকে দিইনি। আমার নিজের পছন্দ-অপছন্দের জন্য কেউ কথা শোনাবে বা তির্যক মন্তব্য করবে— এমন অধিকার কারও নেই।

উল্লেখ্য, কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ সিনেমা আইনি জটিলতায় পড়ে সেন্সর বোর্ডে আটকা আছে। সিনেমাটি নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্কে জড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। ট্রেলার মুক্তির পর থেকেই এটি নিয়ে কয়েকটি শিখ গোষ্ঠী প্রতিবাদ জানায়। এ সিনেমা শিখ ধর্মের অনুসারীদের ভাবাবেগে আঘাত করেছে বলে জানায় শিখ গোষ্ঠী। ফলে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সবুজ সংকেত পাওয়া যায়নি। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ২১ মাসের জরুরি অবস্থা জারি করা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর ভিত্তি করে এ সিনেমা তৈরি করেছিলেন কঙ্গনা রানাউত।

‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনা রানাউত ছাড়াও থাকছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ। থাকছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। জি স্টুডিওজ এবং মণিকর্নিকা ফিল্মস এ ছবিটি প্রযোজনা করেছে। ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে এ ছবিটিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে অভিনেত্রী কঙ্গনা রানাউত লিখেছেন, ‘ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি— আমার পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তির সময় পিছিয়েছে। এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছি। সিনেমাটি আগামীতে কবে মুক্তি পাবে, তা জানিয়ে দেওয়া হবে। বিষয়টি বোঝার জন্য এবং ধৈর্য ধরার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার