Social Bar
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ।
নিকলী থানার তদন্ত কর্মকর্তা আখারুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হয়। সোমবার দুপুরে ৯৯৯ থেকে ফোন পেয়ে এর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত ৫ মেয়ে ও ৫ ছেলেসহ মোট ১০ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সঙ্গে হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ও কেয়ারটেকার দীপুকে আটক করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
আটকৃতরা সবাই বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থী। তাদেরকে নিকলী থানায় আটক করা হয়েছে। তবে তিনি আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি। অনৈতিক ও সামাজিক অবক্ষয়রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্প্রতি নিকলীর বিভিন্ন আবাসিক হোটেলগুলো অনৈতিক কাজের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। উপজেলার বেশিরভাগ হোটেলেই ঘণ্টা প্রতি উচ্চমূল্যে চুক্তিভিত্তিক ভাড়া দিয়ে চলছে এসব ব্যবসা। এতে খুব সহজেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীরা। এছাড়াও পরকীয়া প্রেমিক-প্রেমিকরাও সহজেই অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। উপজেলার সচেতন মহল এ ধরনের অভিযান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩