Social Bar
স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহারের আদালত বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন। তবে রিমান্ডকালে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সকালে মেহেরপুর জেলা কারাগার থেকে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ড চেয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সালেহ মোহাম্মদ নাছিম। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং সেই জিজ্ঞাসাবাদ জেলগেটেই সম্পন্ন করার আদেশ দেন।
গতকাল বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়। তার আগমনের খবর শুনে অনেক উৎসুক মানুষ সড়কে বেরিয়ে আসেন। জেলা কারাগারের সামনেও ভিড় করেন অনেকে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে এবং কারাগারের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। সেই মামলায় প্রধান আসামি হিসেবে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে স্থানান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩