আন্দোলনকারীদের ব্লকেড থেকে সরে আসতে বলল ছাত্রলীগ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ জুলা ২০২৪, ০১:১২ অপরাহ্ণ


আন্দোলনকারীদের ব্লকেড থেকে সরে আসতে বলল ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার:
অনতিবিলম্বে ব্লকেড থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, কোটা নিয়ে আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছে। এখন যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার