আনসার ভিডিপি সেবা পদক পেলেন বিয়ানীবাজারের ফাতেমা
১৭ ফেব্রু ২০২৪, ০২:৫৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে দেশ সেরার পুরষ্কার পেয়েছেন বিয়ানীবাজারের ফাতেমা বেগম। তিনি গোয়াইনঘাট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত। প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সেবা ক্যাটাগরিতে তাকে এ পুরষ্কার প্রদান করা হয়।
সদ্য সমাপ্ত ৪৪তম জাতীয় সমবেশে প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) ফাতেমা বেগমকে এ পদক পরিয়ে দেন।
তার বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামে। সমাজসেবক ছরওয়ার আলমের স্ত্রী তিনি।
ফাতেমা বেগম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। একজন মানবিক কর্মকর্তা হিসেবে তিনি সর্বত্র পরিচিত।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার