আতিয়া আনিসার নতুন ১০ গান

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০২ এপ্রি ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ


আতিয়া আনিসার নতুন ১০ গান

বিনোদন ডেস্ক:
ঈদ উপলক্ষ্যে নতুন দশটি গান তৈরি করছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আতিয়া আনিসা। তবে কবে কোন গানটি প্রকাশ করবেন সেটা এখনও ঠিক করেননি।

তিনি জানিয়েছেন, এরইমধ্যে দশটি গানেরই রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন।

গানগুলোর সুর করেছেন ইমন সাহা, মুহিন খান, আহম্মেদ হুমায়ুন, জাহিদ নীরব, মিলন মাহমুদ’সহ আরো কয়েকজন। লিখেছেন আহমেদ রিজভী, এম এ আলম শুভ’সহ আরো কয়েকজন গীতিকার। নতুন গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘প্রত্যেক গানের গীতিকার, সুরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।

প্রতিটি গানই অনেক মনোযোগ দিয়ে গাইবার চেষ্টা করেছি। গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ এদিকে আজ এ সংগতিশিল্পীর জন্মদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার