আট দিনে ১০১১ মনোনয়নপত্র বিক্রি করল এনসিপি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৫ নভে ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ণ


আট দিনে ১০১১ মনোনয়নপত্র বিক্রি করল এনসিপি

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে গত আট দিনে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্ধারিত সময় শেষ হলেও মনোনয়নপত্র বিক্রির সময় আরও সাত দিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে দলটি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানান, দলটির লক্ষ্য তিন হাজার মনোনয়নপত্র বিক্রি করা। “আগামী কয়েক দিনে ইনশাআল্লাহ আমরা এই লক্ষ্য অর্জন করতে পারব,” বলেন তিনি। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা থেকে এবং অনলাইনেও।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরও মনোনয়নপত্র কেনার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আপনাদের মজুরি এখনো ঠিক হয়নি। নিজেদের অধিকার নিয়ে সংসদে কথা বলার জন্য মনোনয়নপত্র তুলতে পারেন।”

তিনি আরও জানান, দক্ষ ও সৎ মানুষদের রাজনীতিতে আনতেই এনসিপির উদ্যোগ। “গডফাদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নয়, আমরা ভালো মানুষদের সংসদে পাঠাতে চাই,” বলেন তিনি।

৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু করে এনসিপি। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা হলেও জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের মানুষের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার