আজবাহার শেখসহ সিলেটের চার পুলিশ কর্মকর্তা ওএসডি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ ফেব্রু ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ


আজবাহার শেখসহ সিলেটের চার পুলিশ কর্মকর্তা ওএসডি

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগর পুলিশের বিতর্কিত কর্মকর্তা সাবেক ডিসি আজবাহার আলী শেখসহ সিলেটের সাবেক ও বর্তমানে দায়িত্বরত চার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। ওএসডি হওয়া তিন কর্মকর্তা হলেন- সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি বিজর বসাক, সিলেট মহানগর পুলিশের বিতর্কিত কর্মকর্তা সাবেক ডিসি আজবাহার আলী শেখ, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ এহসান শাহ ও উপকমিশনার মো. সোহেল রেজা। প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যক্রর করা হবে বলেও এতে উল্লোখ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার