আওয়ামী লীগের যৌথসভা শুরু

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ জানু ২০২৩, ১২:৪৩ অপরাহ্ণ


আওয়ামী লীগের যৌথসভা শুরু

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভার মুলতবি সভা শুরু হয়েছে।

আজ (শনিবার) দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই যৌথ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যৌথ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।

এর আগে গত ৭ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেদিন দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা এ যৌথ সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেদিন যৌথসভা মুলতবি করা হয়। আজ সেই মুলতবি সভাটি অনুষ্ঠিত হচ্ছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার