Social Bar
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের (সুইপার) কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন স্থানীয় এমপি শামীম ওসমান।
মেয়র আইভীর বক্তব্যকে ‘রুঢ় আচরণ’ বলে আখ্যা দিয়ে শামীম ওসমান বলেছেন, ‘ভাত খাইতে পাস না, দামী মোবাইল পাস কোথায়,
চাকরি খেয়ে ফেলবো’- পরিচ্ছন্নতা কর্মীদের এমন ভাবে তুই তোকারি করে কথা বলা কোন সভ্য ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত লোকের কাজ হতে পারেনা।
পরিচ্ছন্নতা কর্মীরাও মানুষ, তারা কাজ করে খান, লুট করে খান না। আমি বিশ্বাস করি শেখ হাসিনার আমলে বাংলাদেশের কোথাও কেউ ভাত না খেয়ে নেই।
বুধবার বিকালে ফতুল্লার বক্তাবলী এলাকার কানাই নগর সোবহানীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।
স্কুল ও কলেজ কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩