অ্যানিভার্সারিতে তাহসানপত্মী রোজার চমক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ জানু ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ


অ্যানিভার্সারিতে তাহসানপত্মী রোজার চমক

ডিজিটাল ডেস্ক: 

বিবাহবার্ষিকী উপলক্ষে স্যোশাল মিডিয়ায় নিজের নজরকাড়া লুকের একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। এরপর থেকেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছায়ও ভাসছেন এ তারকা জুটি।

রোজা প্রায়ই নানা লুকে নজর কাড়েন ভক্তদের; এবার যেন চমকেই দিলেন।

এদিন তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দেন; যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়।

এছাড়াও সেই মিষ্টি আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া।

নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।

গত বছরের ৪ জানুয়ারি বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান-রোজা। সেই মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং রাতারাতি তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়েছেন রোজা। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সে নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ সফলভাবে পরিচালনা করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার