অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্বে আরশাদুর রউফ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ জানু ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ


অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্বে আরশাদুর রউফ

স্টাফ রিপোর্টার:

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এটি অবিলম্বে কার্যকর হবে।

গত ২১ ডিসেম্বর পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন আসাদুজ্জামান। রোববার তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার