স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ক্রিকেট এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। নিরাপত্তার উদ্বেগসহ নানা কারণে জাতীয় দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা। এ পরিস্থিতিতে বোর্ডের একজন পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং-এ জড়িত থাকার অভিযোগ ওঠে, যার পর তিনি অডিট কমিটি থেকে পদত্যাগ করেন। একই সময়ে বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক ও পদত্যাগ করেছেন।
মিডিয়ার সামনে একের পর এক বেফাঁস মন্তব্য এবং বিপিএল ম্যাচ বয়কট-এর কারণে বোর্ডের ওপর চাপ আরও বেড়েছে। বোর্ড এখন এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধান হিসেবে পুনঃনিয়োগ করতে চলেছে। অন্যদিকে, পরিচালক মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরে গেছেন এবং বিষয়টি যাচাইয়ের জন্য অ্যালেক্স মার্শালের দলের কাছে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়ানো খবর অনুযায়ী, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় গেছেন। তবে ২৬ জানুয়ারি জানা যায়,বুলবুল এখনও ঢাকায় অবস্থান করছেন এবং শিগগিরই মিরপুরে বিসিবি অফিসে যাবেন।
বর্তমান পরিস্থিতি বোর্ড ও খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে প্রশাসনিক, নিরাপত্তা এবং ক্রীড়াগত সমস্যা একসাথে মোকাবিলা করতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩