অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই সরকারের: দেবপ্রিয়

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৮ জানু ২০২৫, ১২:২১ অপরাহ্ণ


অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই সরকারের: দেবপ্রিয়

স্টাফ রিপোর্টার:
অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে। কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই।

ড. দেবপ্রিয় বলেন, ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে অথচ প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার