Social Bar
নিউজ ডেস্ক:
নিবিড় আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইইউর সব রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ পণ্যের ওপর ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। চলতি বছরের ১২ জুলাই তিনি ৩০ শতাংশ এবং তারও আগে ২ এপ্রিল ২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। সেই তুলনায় নতুন চুক্তির শুল্ক হার তুলনামূলকভাবে কম।
রোববার (২৭ জুলাই) স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি একে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করেন। পাশাপাশি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যে কোনো শুল্ক আরোপ করা হবে না।
ট্রাম্প বলেন, এই চুক্তি দুই পক্ষের জন্যই লাভজনক ও সন্তোষজনক।
বৈঠকে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন ডার লিয়েনও চুক্তিকে ‘বিশাল’ আখ্যা দিয়ে বলেন, “এটি স্থিতিশীলতা বয়ে আনবে। আটলান্টিকের দুই পারের ব্যবসার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।”
চুক্তির আওতায় ইইউ যুক্তরাষ্ট্রে শত শত কোটি ডলারের বিনিয়োগ ও জ্বালানি ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই চুক্তি কার্যকর হবে আগামী শুক্রবার থেকে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩